জয়মন্টপ ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্বদের মাঝে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন :
01। মরহুম মধু বয়াতী, প্রখ্যাত বাউল সংগীত শিল্পী।
02। জনাব মমতাজ বেগম, এম.পি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠ শিল্পী।
03। বাবু রাজ্যেশ্বর চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়।
04। বাবু নগেন্দ্র চন্দ্র রায়, প্রাক্তন প্রধান শিক্ষক, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়।
05। মরহুম আহমাদ উল্লাহ মোল্রা, প্রাক্তন প্রধান শিক্ষক, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়।
06। জনাব খোরশেদ আনসার খান, অতিরিক্ত সচিব (অব:)।
07। বাবু জগদীশ চন্দ্র বিশ্বাস, প্রাক্তন পশ্চিমাংশের জমিদার।
08। আবিদুর রহমান খান রোমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান।
09। আবু বকর সিদ্দি, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান ।
10। মোঃ শাহাদৎ হোসে, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান।
বি:দ্র: পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অত্র পাতা হালনাগাদ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস